চট্টগ্রামে ডিমের আড়ত লুট করা সন্ত্রাসী মনসুর বরগুনায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়ত লুট করে চলে যাওয়ার সময় গুলি ছোড়া সন্ত্রাসী মনসুর আহমেদকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে বরগুনা সদর থানাধীন কাঠবুনিয়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

পরে তার দেওয়া তথ্যমতে চট্টগ্রামের খুলশী থানাধীন রেলওয়ের ক্যান্টিন গেটস্থ কালভার্টের পশ্চিম পাশে নালায় মাটির নিচে লুকানো কালো পলিথিন মোড়ানো একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মনসুর নগরীর পাহাড়তলী থানাধীন দুলালাবাদ এলাকার আবদুল মালেক দারোয়ান বাড়ির মৃত জমির আহমেদের ছেলে বলে জানা গেছে।

- Advertisement -islamibank

পুলিশ জানায়, গ্রেপ্তারের মনসুরের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির ৭টি মামলা এবং দেশের বিভিন্ন থানায় আরও ৯টি মামলা রয়েছে।

সে পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারের অপর এক ডিমের আড়ত রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানা হত্যা মামলারও আসামি এই মনসুর। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) (নি.) নুরুল ইসলাম দিপু জানান, গত ২৩ আগস্ট রাত ৩টার দিকে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মো. হেলালের ডিমের আড়ত থেকে তার নেতৃত্বে চারজন সন্ত্রাসী ৮০ হাজার টাকা লুট করে। যাওয়ার সময় ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পরপর বিষয়টি থানায় জানানো হলে মাঠে নামে টিম খুলশী। আড়তের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

এতে দেখা যায়, তালিকাভুক্ত সন্ত্রাসী মনসুর আহমেদ তাঁর ৩ সহযোগী নিয়ে অস্ত্রসস্ত্রসহ আড়তে ঢুকে পড়েন। পরে দোকানের ক্যাশ থেকে ৮০ হাজার টাকা লুট করে যাওয়ার সময় ফাঁকা গুলি ছোড়েন। যাতে কেউ এগিয়ে আসতে না পারেন।

এরমধ্যে সন্ত্রাসী মনসুরের অবস্থান শনাক্ত করে সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে বরগুনায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলশী থানার টিম। অভিযানে মনসুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, এ ঘটনায় খুলশী থানায় মনসুরের বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাছাড়া গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব ঘটনা স্বীকার করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর এলাকায় ভাড়ায় নিয়োজিত হয়ে ছাত্র-জনতার উপরে হামলা করার কথাও জানায় মনসুর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM