চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকার ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিশেষ তদারকিমূলক অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নানান অনিয়ম পাওয়ায় অর্থদণ্ড দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমানকে সাথে নিয়ে অভিযানের নের্তৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টি বিক্রি, পণ্যের গায়ে ইচ্ছেমতো মূল্য বসানো এবং অননুমোদিত পানীয় বিক্রির অপরাধে ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া একই দিন কাপ্তাই রাস্তার মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ফেনী বাণিজ্যালয় ও বিসমিল্লাহ স্টোর নামে দুটি আলুর আড়তকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জেএন/পিআর