বাঁশখালীতে চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে স্বর্ণ ও নগদ টাকা চুরির অপরাধে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

- Advertisement -

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ৭নং সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মঞ্জুর বর বাড়ি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

- Advertisement -google news follower

এর আগে একইদিন রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয় মো. ওসমান (২০)। সে ওই এলাকার মো. হারুনের ছেলে।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নিহতের বড় ভাই মো. রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের ছেলে মো. মাহমুদুল্লাহ।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই এলাকার শহিদুল ইসলামের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। শহিদুল এ কাজের জন্য তার ভাতিজাকে সন্দেহ করলে এলাকার লোকজন মিলে ওসমানকে ধরে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেয় ওসমান। এদিকে চুরির অপরাধে ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হয় ওসমান।

তার মা রাবেয়া বেগম আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়ে ওসি বলেন ঘটনার তদন্ত চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM