কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী রড-সিমেন্ট সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
গতকাল মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি কোনো স্থান থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় বলে আজ বুধবার নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
বোট মালিক সমিতির সভাপতি জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু ও সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়।
নির্ধারিত সময়ে ট্রলার দুটি না পৌঁছানোয় খোঁজ শুরু হয়। পরে একটি মাধ্যম থেকে খবর পাওয়া যায়, আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।
সম্প্রতি নাফ নদী থেকে বাংলাদেশি মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে বোট মালিক সমিতি কিংবা অপহৃতদের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি।
অভিযোগ কিংবা এটার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেএন/পিআর