ইতালিতে মদ্যপ চালকের প্রাইভেটকার চাপায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গত সোমবার (১১ নভেম্বরের) ইতালির সময় সন্ধ্যা ৭টার দিকে দেশটির লেচে শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের সাইদুর মিয়ার ছেলে। তিনি রেস্টুরেন্ট কর্মী ছিলেন।
জানা যায়, প্রায় চার বছর আগে ইতালি যান নাঈম। সেখানে লেচে শহরের একটি রেস্টুরেন্টে তিনি কাজ শুরু করেন।
গত সোমবার বাসা থেকে স্কুটার চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাঈম। পথে একটি প্রাইভেটকার ওই স্কুটারটিকে চাপা দিলে নাঈম ঘটনাস্থলেই মারা যান।
ওই প্রাইভেটকার একই সময় আরও এক পথচারীকে চাপা দিলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সময় প্রাইভেটকার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি ইতালির নাগরিক। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার ও তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিহত নাঈমের চাচা মশিউর রহমান টিটু জানান, মিসপাউর রহমান নাঈমের মরদেহ দেশে পাঠানোর জন্য ইতালি বাংলাদেশি কমিউনিটির নেতারা কাজ করছেন।
জেএন/পিআর