পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালটিস্তানে ২৫ জন আরোহীকে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারায়।
পরে তা নদীতে পড়ে। এতে ১৪ জন নিহত হয়। যদিও গতকাল মঙ্গলবারের এই দুর্ঘটনায় বেঁচে যান নববধূ। তবে, এখনও নিখোঁজ রয়েছে ১০ জন।
দেশটির সরকারি কর্মকর্তারা আজ বুধবার (১৩ নভেম্বর) এই তথ্য দিয়েছেন। খবর এএফপির।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তা ওয়াজির আলি আসাদ এ বিষয়ে বলেন, ‘বাসটিতে ২৫ জন যাত্রী ছিল। এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছে।’
আলি আসাদ আরও বলেন, ‘নববধূ ভালো আছেন এবং তাকে গিলগিট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তার আশঙ্কা—সব যাত্রীর মধ্যে সম্ভবত নববধূটিই কেবল বেঁচে গেছেন।
পাকিস্তানের একজন পদস্থ পুলিশ কর্মকর্তা নাইক আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, রাস্তায় একটি বাঁক নেওয়ার সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।
বরের পরিবার ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের পাঞ্জাব থেকে এসেছিল এবং বিয়ের অনুষ্ঠান শেষে নববধূসহ আবার সেখানে ফিরে যাচ্ছিল।
এর আগে গত ১২ আগস্ট পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি বাস ছিটকে গিরিখাদে পদে গেলে ১২ জন নিহত হয়।
এ ছাড়া সে মাসেই পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের সীমান্তে আজাদ পাটান শহরের কাছে রাস্তা থেকে একটি বাস গিরিখাদে পড়ে গেলে ২৪ জন নিহত হয়।
জেএন/পিআর