কেরালায় বৃষ্টি ও ভূমিধসে ২৬ জনের মৃত্যু

ভারতের কেরালায় কয়েকদিনের ভারি বৃষ্টি ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

যাদের মধ্যে ইদুক্কি জেলাতেই ভূমিধসে ১১ জন প্রাণ হারিয়েছে।

- Advertisement -google news follower

ইদুক্কি বাঁধ এলাকায় (ওয়াটার রিজার্ভার) তিন মাত্রার সতর্কতা জারি করে গত ২৬ বছরের মধ্যে এই প্রথম সেটির ফটক খুলে দেওয়া হয়েছে।

রিজার্ভারের পানি লেভেল ২৪০০ ফুট অতিক্রম করায় বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেওয়া হয়। যে কারণে পেরিয়া নদীর পানি আকস্মিকভাবে বেড়ে গিয়ে দুকূল প্লাবিত হতে পারে।

- Advertisement -islamibank

কেরালা আবহাওয়া অফিস থেকে শুক্রবারও ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়ায় এদিন ইদুক্কি, ওয়ায়ানাদ, এরনাকুলাম ও পাথানামথিত্তা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

গত অর্ধশতাব্দীর মধ্যে এবারই কেরালায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান ইউনিয়ন মন্ত্রী কে কে আলফোন্স।

ভারতে যুক্তরাজ্যের কনস্যুলেট থেকে দেশটির সব নাগরিকদের সতর্ক করে কেরালা ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাশাপাশি দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানের সঙ্গে কথা বলে সম্ভাব্য সব ধরনের সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM