আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, পাঁচ লাখ টাকা অনুদান

অনলাইন ডেস্ক

জুলাই-অগাস্টে কোটা ও সরকারবিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে গত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

- Advertisement -

এ সময় হাসপাতালে চিকিৎসকরা আহতদের অবস্থার কথা বিএনপি নেতাদের জানান।

- Advertisement -google news follower

আহতদের চিকিৎসায় বিএনপি পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, “আহতরা চিকিৎসা পেলেও তাদের আর্থিক সহায়তা খুবই কম।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।”

- Advertisement -islamibank

সালাহউদ্দিন আহমেদ জানান, “আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং এর আগে তাদের সাহায্য করা হয়েছিল।”

এদিকে, আহত আন্দোলনকারীরা বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM