শাহজালালে উদ্বোধন হচ্ছে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জ, মিলবে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হতে যাচ্ছে যাত্রীদের জন্য ওয়েটিং লাউঞ্জ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ সম্মেলন থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জ উদ্বোধন করবেন।

- Advertisement -

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে।

- Advertisement -google news follower

নতুন লাউঞ্জটিতে যাত্রীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধাও রাখা হয়েছে। তা হলো- নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।

সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM