চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সন্ত্রাসী মো. নাছির প্রকাশ তুফান নাছির (৬০)কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (১৩ নভেম্বর) বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থানীয় এক চায়ের দোকানদারকে দায়ের কোপে গুরুতর আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির একই ওয়ার্ডের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার বৈরাগ ইউনিয়নের এক চায়ের দোকানদার দেলোয়ার তার পাওনা টাকা চাইতে গেলে নাছির প্রথমে গালিগালাজ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে দেলোয়ারকে গুরুতর আহত করে।
পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগ পেয়ে রাতে আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম অভিযুক্ত নাছিরকে গ্রেপ্তার ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, গ্রেপ্তার নাছির একজন সন্ত্রাসী প্রকৃতির লোক।
স্থানীয় এক চায়ের দোকানদারকে কুপিয়ে আহত করার অভিযোগে পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনী প্রক্রিয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করার তথ্য দেন এ সেনা কর্মকর্তা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, নাছির নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর