পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি ও একটি দা উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং পুলিশ।
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আত্মস্বীকৃত সন্ত্রাসী মো. জিয়াউর রহমান ও তার সঙ্গীদের কাছেই রক্ষিত ছিল এসব অস্ত্র।
গোপন সোর্সের খবরে ওই এলাকার একটি টিনের ঘরে যৌথভাবে হানা দেয় কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশ।
অভিযানে এসব উদ্ধারের পাশাপাশি জিয়াউর রহমান ও তার এক সঙ্গি মো. মহিউদ্দিনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান. আটক ডাকাতসহ জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এইদিকে আটক জিয়াউর রহমানকে নিরপরাধ দাবি করে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহেশখালীর শতশত মানুষ।
বিক্ষোভ সমাবেশে উত্তেজিত জনতা জিয়াউর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে আল্টিমেটাম দিয়েছে।
জেএন/পিআর