চীনে বহুতল ভবনে আগুন, নিহত ৭

ভিনদেশ ডেস্ক :

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার ভোর ৫টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।হুনানের ঝাংজিয়াজি শহরের সাঙঝি পল্লীর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর সিনহুয়ার।

- Advertisement -google news follower

আগুন নেভানোর পর উদ্ধার অভিযানে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

চীনের মতো জনবহুল দেশে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। গত মাসে আনহুই প্রদেশের হুয়ানান শহরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছিল।

- Advertisement -islamibank

চলতি বছরের জানুয়ারিতে জিয়াংজি প্রদেশের জিনইউ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।

চীনের শহরাঞ্চলে পুরোনো বাড়ি ও নিরাপত্তা সরঞ্জামের অভাব অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর অন্যতম কারণ। সরকার এ ধরনের দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM