বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি জানাল আইসিসি

খেলাধুলা ডেস্ক :

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

- Advertisement -

বাবর আজমদের দেশে গিয়ে এ টুর্নামেন্টে অংশ নিতে ভারতের আপত্তির কারণেই এখনো নিশ্চিত নয় কীভাবে কোথায় অনুষ্ঠিত হবে আইসিসির এ ইভেন্ট।

- Advertisement -google news follower

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা, তখন শুরু হয়েছে এ টুর্নামেন্টের ট্রফির অফিশিয়াল ট্যুর। পাকিস্তান থেকেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। গতকাল ট্রফিটি পৌঁছেছে ইসলামাবাদে।

আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে এবং দেশটির বিভিন্ন জায়গায় তা দেখানো হবে। পাকিস্তান সফরের অংশ হিসেবে ট্রফিটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচুঁ পাহাড় কে টু এর বেইস ক্যাম্পেও যাবে।

- Advertisement -islamibank

এবারের আসরে যে ৮টি দল অংশ নিবে সেই ৮টি দেশেই সফর করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে তা আসবে বাংলাদেশেও।

ট্রফি বাংলাদেশে থাকবে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম ও কক্সবাজার সমুদ্রসৈকতে এ ট্রফি প্রদর্শনের জন্য থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM