সাতকানিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মৌলভীর দোকান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত বাইক আরোহীর নাম মাহফুজুর রহমান (২৯)। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি একটি টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ কেরানিহাট থেকে সাতকানিয়া আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-১৭০৭) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

- Advertisement -islamibank

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM