পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, নিহত ১৩

ভিনদেশ ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার জোহানে এক নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

- Advertisement -

এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের সাতজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির কর্মকর্তারা শনিবার (১৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন। খবর ডনের।

- Advertisement -google news follower

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে শাহ মারদানের কাছে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়।

এতে আমাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। এতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও চারজন।

- Advertisement -islamibank

সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে সাতজন সেনা শহিদ হন বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর বলেছে, সন্ত্রাসীরা রকেট, হ্যান্ড গ্রেনেড এবং স্বয়ংক্রিয় ভারী অস্ত্র হামলায় ব্যবহার করেছে।

কালাতের বিভাগীয় কমিশনার নাঈম বাজাই ডনকে বলেছেন, হামলায় চেকপোস্টে নিযুক্ত সাতজন ফ্রন্টিয়ার কর্প্সের সদস্য প্রাণ হারিয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশের কর্মকর্তারা জানান, হামলায় আগে ওই এলাকা ঘিরে রাখে সন্ত্রাসীরা। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গোলাগুলি শুরু হয়।

প্রায় তিনঘণ্টা ধরে চলে গোলাগুলি। হামলার খবর পেয়েই দ্রুত সেখানে যায় দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের আরেক দল।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই নিরাপত্তা চৌকিতে হামলা দায় স্বীকার করেছে দেশটিতে নিষিদ্ধঘোষিত বেলুচ লিবারেশন আর্মি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM