নেশন্স লিগের শেষ আটে জার্মানি

খেলাধুলা ডেস্ক :

নেশন্স লিগের ম্যাচে গতকাল রাতে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি

- Advertisement -

শক্তিতে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে জার্মানরা।

- Advertisement -google news follower

ম্যাচের ৭৯ সেকেন্ডেই প্রথম গোল করার পর শেষ পর্যন্ত হুলিয়ান নাগলসম্যানের দল ম্যাচটি জিতেছে ৭-০ গোলের বড় ব্যবধানে।

নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত করা জার্মানি ফ্রেইবুর্কে শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই তুমুল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৭৯ সেকেন্ডেই।

- Advertisement -islamibank

ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানদের এগিয়ে দেন জামাল মুসিয়ালা, জসুয়া কিমিখের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান মুসিয়ালা।

এরপর ম্যাচের আরও ৬ গোল করেছে জার্মানি। বড় জয়ের পথে জাতীয় দলের হয়ে কাল জোড়া গোলের দেখা পেয়েছেন ফ্লোরিয়ান ভার্টজ ও টিম ক্লাইনডিন্সট।

ম্যাচের ২ মিনিটের মাথায় জালের দেখা পাওয়া জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্লাইনডিন্সট। ২৩ মিনিটে লক্ষ্যভেদ করার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেছেন তিনি।

এরপর প্রথমার্ধেই জার্মানির হয়ে ব্যবধান ৩-০ করেন কাই হ্যাভার্টজ। ৩৭ মিনিটে ভার্টজের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এ তারকা।

বিরতির পর জার্মানদের হয়ে জোড়া গোল করেছেন ভার্টজ। ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে দুইটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা এ তারকা।

এছাড়া ম্যাচের ৬৬ মিনিটে জালের দেখা পান লেরয় সানেও। সব মিলিয়ে তুমুল আক্রমণাত্মক ম্যাচ খেলা জার্মানি শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৭-০ গোলে। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ওঠেছে দলটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM