ইপিজেডের আকমল আলী ঘাটে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

- Advertisement -

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকার সাগর পাড়ের জেলেদের জাল রাখার ঘর ও পেট্রোল-অকটেনের দোকানে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে সোয়া ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই বসতঘর, খাবার হোটেল মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার কক্ষসহ অনেকগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

- Advertisement -islamibank

সিইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে পাড়ে আগুনের ঘটনা ঘটেছে।

রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরে সিইপিজেট ফায়ার সার্ভিসের ২টি ও কেইপিজেট ফায়ার সার্ভিসের ১টিসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

প্রায় সোয়া ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে সাগর পাড়ে জেলেদের জাল রাখার ঘর ও পেট্রোল-অকটেনের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানিয়েছেন, বসতঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM