চান্দগাঁও থানার অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ব্যবসায়ীর দায়েরকৃত অর্থ-আত্মসাত মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে চান্দগাঁও এলাকা থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, গেল ১১ নভেম্বর রাতে চান্দগাঁও রাস্তার মাথা হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্য এক ব্যবসায়ী সিএনজিতে উঠেন।

বাড়ির কাছে এসে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত মূল্যবান কিছু কাগজপত্রসহ ব্যাগ রেখে সিএনজি থেকে নেমে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও ওই সিএনজির আর সন্ধান মেলেনি।

- Advertisement -islamibank

শেষে টাকা ও মূল্যবান কাগজপত্র উদ্ধারের জন্য চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। তার মামলাটি তদন্ত করতে নেমে দুজনকে সনাক্ত করে রবিবার সকালে অভিযান চালায় টিম চান্দগাঁও। অভিযানে নগদ টাকা ও সিএনজিসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর হালিশহর এলাকার মো. হাসান আলীর ছেলে মো. নাছির (৪২) এবং একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইমরান হোসেন (৫৮)।

এর সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ব্যবসায়ীর অর্থ-আত্মসাতের ঘটনায় করা মামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM