চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি অস্ত্র ও চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দক্ষিণ শিকলবাহা (৫ নম্বর ওয়ার্ড) রাজার বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা-ছেলে। তারা হলেন ওই এলাকার নুরুল হোসেন (৬৯) ও তার ছেলে মাসুদ খান প্রকাশ পিচ্চি মাসুদ (২৪)।
তাদের কাছ থেকে ১৮ ব্যারেল দেশীয় চোলাই মদ, শর্টগানের দুটি গুলি, দেশীয় তৈরি অস্ত্র এবং চোলাই মদ তৈরির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আজ রবিবার দুপুরে কর্ণফুলী থানার ওসি মনির হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে বাবা নূর হোসেন ও ছেলে মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দুজনের বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ জেলার বিভিন্ন থানায় বেশকয়েকটি মামলা রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানায় ওসি।
জেএন/পিআর