টেকনাফে অপহরণ চক্রের প্রধান বদরুজ অস্ত্রসহ গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ অপহরণকারী ও ডাকাতের দলনেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় ঝাউ বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের মাও. সোমলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

তিনি জানান, টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের সকল অপহরণে নেতৃত্ব দেওয়া ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পাহাড়ি ডাকাতের দলনেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ, ১টি রাম দা ও ১টি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার বদরুদ্দোজা খুবই ধূর্ত প্রকৃতির একজন দুর্ধর্ষ ও বিপজ্জনক অপহরণকারী। সে দীর্ঘদিন ধরে পাহাড়ে একটি ডাকাত চক্র তৈরি করে বাহারছড়া ও হোয়াইক্যং এ প্রতিনিয়ত তার নেতৃত্বে একটি অপহরণ চক্র তৈরি করে মুক্তিপণ আদায় করে যাচ্ছিলো।

গত কিছুদিন আগেও বদরুজের নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১ জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয়। যা ব্যাপক লোকমুখে আলোচনা চলছিল এবং টেকনাফসহ পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বদরূজকে গ্রেফতার করার চেষ্টা করে যাচ্ছিল পুলিশ। কিন্তু সে অত্যন্ত চালাক প্রকৃতির এবং ঘন ঘন স্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

অবশেষে আজ (রোববার) বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দস্তগীর হোসেনসহ ওসির নেতৃত্বে বদরুদ্দোজাকে বাহারছড়ার উত্তর শীলখালীর ঝাউবাগান থেকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, অপহরণ কাজে ব্যবহার করার জন্য হোয়াইক্যংয়ের গফুর নামে এক ব্যক্তি থেকে অস্ত্র এনে তা শীলখালীর পাহাড়ি মুরায় ডাকাত জলিলের বাড়ির সামনে লাকড়ির স্তুপের নিচে মজুদ করা আছে।

অপহরণ করতে যাওয়ার সময় সেই লাকড়ির স্তুপের নিচ থেকে এসব অস্ত্র বদরুজ এবং ডাকাত জলিল বের করে নিয়ে অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের হাতে তুলে দিতো।

এদিকে, ডাকাত জলিলের বাড়িতে অভিযান চালিয়ে লাকড়ির স্তুপের নিচ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM