সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

দেশজুড়ে ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

- Advertisement -

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -google news follower

এর আগে রবিবার রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রোমান মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক জানান, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।

- Advertisement -islamibank

আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরেছে এক ভবন থেকে আরেক ভবনে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারবো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM