চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৫ জন।

- Advertisement -

সোমবার সিভিল সার্জন কার্যালয়ের প্রেরিত তথ্যে জানা গেছে, ওমর ফারুক (২০) নামে বান্দরবানের লামার এক বাসিন্দার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে রবিবার রাতেই ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোম ও জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

- Advertisement -google news follower

এছাড়া রবিবার রাতে সন্দ্বীপের ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় একই হাসপাতালে। ওই নারীকে গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছে এক্সপান্ডেড ডেঙ্গু শক সিনড্রোম তার মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গুতে চট্টগ্রামে ৩৯ জনের মৃত্যু হয়, তারমধ্যে চলতি মাসেই ১৪ জনের মৃত্যু হয়।

চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে নগরীতে ২ হাজার ৩৬৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন। চলতি নভেম্বরে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত অক্টোবরে মারা গেছেন ৯ জন এবং সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই হিসেবে চলতি বছর নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৫৭ জন পুরুষ, ১ হাজার ১৭ জন নারী এবং ৬৭০ জন শিশু রয়েছে। এছাড়া যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM