মালয়েশিয়া পাচারকালে ৩১ নারীশিশু উদ্ধার,আটক ২

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার এবং দুই দালালকে আটক করেছে র‌্যাব।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল।

- Advertisement -google news follower

আটকরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।

উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২৩ জন।

- Advertisement -islamibank

উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মো. সাব্বিরের ছেলে হাসনা বেগম (১৮)।

ভুক্তভোগীর বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ ২/৩ জন বন্ধু মিলে টেকনাফের বেড়াতে যায়। একপর্যায়ে তারা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চোখ বেঁধে ফেলে।

এসময় তাদের স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে ছোট একটি খুপড়ি ঘরে আগে থেকে ৪০/৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিম্মি হওয়া যুবকরা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘ভুক্তভোগী এখলাছ মিয়া জানিয়েছেন, মানব পাচারকারীরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার খুপড়ি ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এসময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করে।’

‘এ তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

এতে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়।’

উদ্ধার হওয়াদের বরাতে এএসপি দেবজিত পাল জানান, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মানবপাচারের দালালরা তাদের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে চূড়ায় জিম্মি করে রাখে।

পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়েছে তাদের মালয়েশিয়া পাচারের নামে অন্য কোথাও জিম্মি রাখতে ট্রলার যোগে নিয়ে যাচ্ছিল।

আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM