চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অসুস্থ ভগ্নিপতিকে দেখে বাসযোগে হাটহাজারীর বাসায় ফেরার সময় ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক।
সোমবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মহাসড়কের ১১ মাইল এলাকার ১০০ মেঘওয়াট পিকিং পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম মাওলানা মোহাম্মদ শোয়েব। তিনি ১১ মাইল এলাকার শাহ অলিউল্লাহ মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি মহেশখালীর মাতারবাড়ি এবং তিনি মহেশখালী হুজুর হিসেবে এলাকায় পরিচিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিক্ষক সোমবার অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখতে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে আসেন।
রাতে (চট্টগ্রাম–জ–১১–১০৯৬) একটি বাসে করে তিনি হাটহাজারীর বাসায় ফিরছিলেন। গন্তব্যে পৌছানোর পর বাস থেকে নামার সময় অসাবধানতাবশত সে গাড়িটির চাকার নিচে পড়ে যায়। পিষ্ট হয়ে মগজ গাড়ির চাকার সাথে লেপ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও বাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
লাশের সুরুত প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে জানালেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব।
জেএন/পিআর