বোয়ালখালীতে শিশু ধর্ষণ মামলার আসামি সাকিব ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে মালেয়শিয়া পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শিশু ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিব (২৪)।

- Advertisement -

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে সে গ্রেপ্তার হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মহিউদ্দিন সাকিব চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক তুফান আলী মুন্সী বাড়ির আব্দুল মোনাফের ছেলে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

- Advertisement -islamibank

তিনি জানান, আসামি মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে সোমবার সকাল থেকেই মালেয়শিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল।

গোপন সোর্সের মাধ্যমে এমর খবর আগেই চলে আসে টিম বোয়ালখালীর কাছে। পুলিশ চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরের বিষয়টি অবহিত করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে গ্রেপ্তার হয় সাকিব।

পরে বোয়ালখালী থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বললেন ওসি।

এর আগে গত ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছিল মহিউদ্দিন সাকিব।

ঘটনার দুদির পর ১৭ আগস্ট শিশুটির মা বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাকিব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM