আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির শীর্ষ ৮ পুলিশ

জাতীয় ডেস্ক

জুলাই-আগস্টের গণহত্যা ও আন্দোলন দমনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত ৮ শীর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

- Advertisement -

বুধবার সকাল সোয়ার ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুটি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

- Advertisement -google news follower

কাশিমপুর কারাগার থেকে আসা প্রথম প্রিজন ভ্যানে মিরপুরের সাবেক ডিসি মোল্লা জসিমউদদীন, ঢাকার সাবেক এএসপি আবদুল্লাহহিল কাফি, সাভার সার্কেরের এএসপি শাহিদুল ইসলাম, গুলশানের ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ও ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে আনা হয়।

এর কিছুক্ষণ পর অপর প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আনা হয়। তাদের সবাইকে রাখা হয় আদালতের হাজত খানায়।

- Advertisement -islamibank

আদালত সূত্র জানিয়েছে, বেলা ১১টায় বসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা এজলাসে প্রবেশ করেছেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের এই মামলায় গ্রেপ্তারের বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ৩০ অক্টোবর মোল্লা জসিমউদদীন এবং ৩১ অক্টোবর সাভার সার্কেলের দায়িত্বে থাকা এএসপি শাহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর দুই অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM