প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

- Advertisement -

এছাড়া এখানেই প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

- Advertisement -google news follower

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন ড. ইউনূস। এরপর বসেন তার জন্য রাখা নির্দিষ্ট অফিসে। পরে ১১টায় শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।

জানা গেছে, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৬ তলায় প্রধান উপদেষ্টার জন্য রাখা নির্দিষ্ট অফিসে বসেন ড. ইউনূস। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।

- Advertisement -islamibank

এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসা উপলক্ষে পুরো সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM