সিআরবি এলাকায় যৌথবাহিনীর হানা, অস্ত্র-মাদকসহ আটক ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর সিআরবি বয়লার এভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। আজ বুধবার (২০ নভেম্বর) ভোর ৬ টা থেকেই এই অভিযান শুরু হয়। চলে ৯টা পর্যন্ত।

- Advertisement -

অভিযানে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইল ফোন ও নগদ ১৫ লাখ টাকাসহ ৫ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

- Advertisement -google news follower

সেনাবাহিনী থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসায় নেতৃত্ব দেওয়া মাদক সম্রাজ্ঞী ইদুকে গ্রেপ্তার করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের কথা আগে থেকে জানতে পেরে ইদু পালিয়ে যায়। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ইদুর বোন হিরুনিসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।

- Advertisement -islamibank

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানের পর উদ্ধার সরঞ্জামাদিসহ গ্রেপ্তারদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM