সাবেক ওসি রণজিতের সম্পত্তি ক্রোক: আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি রণজিত কুমার বড়ুয়ার সম্পত্তি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে তার ক্রোক করা সম্পত্তি দেখভালের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

- Advertisement -

গতকাল মঙ্গলবার কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মুন্সি আবদুল মজিদ সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের এ আদেশ দিয়েছেন।

- Advertisement -google news follower

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রণজিত কুমার বড়ুয়া চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধোপাছড়ি শীলঘাটা এলাকায়।

- Advertisement -islamibank

ওসি রণজিত কুমার বড়ুয়ার সম্পদের অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, রণজিত কুমার বড়ুয়ার অভিযোগ তদন্তকালে ৮৪ লাখ ৮ হাজার টাকার বৈধ কোনো আয়ের উৎস পাওয়া যায়নি। কিন্তু তদন্ত চলাকালে তিনি সেই সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করেন।

আদালতের আদেশে ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শিলঘাটা গ্রামে প্রায় ২৪ দশমিক ৫০ শতক জমিতে নির্মিত একটি দু’তলা ভবন। যার মূল্য ৫২ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন আলমশাহ কাঠঘর মৌজায় ২০১৫ সালে কেনা ১ হাজার ৬৭৫ বর্গফুটের ১টি ফ্ল্যাট (পার্কিংসহ), চট্টগ্রামের বাগমনিরাম আলম শাহ কাটগড় এলাকায় নির্মিত ১৪তলা ভবনের ৮ম তলায় বি-০৭ নম্বর ফ্ল্যাট ও জিএফ-১৯ নাম্বার পার্কিং রয়েছে। যার মূল্য ৩১ লাখ ৮৮ হাজার টাকা।

আদালতে দুদকের পক্ষে সম্পত্তি ক্রোকের আবেদনটির পক্ষে শুনানিতে অংশ নেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজ উল্ল্যাহ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM