মালয়ালম অভিনেতা মেঘনাথন’র আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক :

ভারতের মালয়ালম অভিনেতা মেঘনাথন আকস্মিক পরপারে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

- Advertisement -

ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

- Advertisement -google news follower

অভিনেতাকে ফুসফুসের জটিলতার কারণে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

মেঘনাথন ছিলেন প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে। যিনি ১৯৮১ সালে ওপল সিনেমায় গোবিন্দন চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

- Advertisement -islamibank

অন্যদিকে, মেঘনাথন ১৯৮৩ সালে আস্তরাম চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যার বেশিরভাগই দর্শকদের কাছে সাড়া ফেলেছে।

মেঘনাথনের কিছু জনপ্রিয় সিনেমা হলো পঞ্চাগ্নি, চামায়ম, রাজাধনি, ভূমিগীথাম, চেঙ্কোল, মালাপ্পুরম, হাজি মহানয়া জোজি, প্রয়াইক্কারাপাপ্পান, উদ্যানপালকম, ই পুজায়ুম, কদন্নু ও ভাস্তভাম।

বৃহস্পতিবার শোরানুরে নিজ বাসভবনে মেঘনাথনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM