আনোয়ারার সাঙ্গু নদীর মোহনায় কোস্টগার্ডের অভিযান, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরার সাঙ্গু নদীর মোহনায় সংঘবদ্ধ একটি ডাকাতদল বোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড।

- Advertisement -

গতকাল বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাগর (২৬), তানভীর রহমান জিসান (২৩), মোহাম্মদ হোসেন (২৮), মো. রাকিব (২০), মো. সাঈদ (২১) ও মো. শাহাদাত হোসেন (৩২)। সবাই রায়পুর খোর্দ্দ গহিরা দোভাষীর বাজারের বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রায়পুর খোর্দ্দ গহিরা এলাকায় দুটি বোটে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতদল একত্রিত হয়েছে সংবাদে বুধবার দুপুর দেড়টার দিকে ওই এলাকার সাঙ্গুর মোহনায় অভিযান চালানো হয়।

- Advertisement -islamibank

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদলের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪টি ছুরি, একটি কুড়াল, ৩টি লোহার হাতুড়ি, দুটি হাক্সাও ব্লেড, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি লেচ প্লেয়ার, ৬টি ঢালি, ১টি বাকানো সাবল, ৪টি মোবাইল ফোন, ১টি ইঞ্জিন চালিত কাঠের বুট জব্দ করা হয়।

কোস্টগার্ড গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করেছে জানিয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনির হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM