নতুন বছরের প্রথমদিন সারাদেশে পালিত হচ্ছে বই উৎসব। ব্যতিক্রম ছিল না চট্টগ্রাম নগরও। নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। খুশির ঝিলিক ছিল তাদের চোখে মুখে। এ আনন্দ শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় খুশি ছিলেন শিক্ষকরাও।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ২০১৯ সালের বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে আমরা নতুন বই তুলে দিতে পেরেছি। এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৬ এবং প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ৭৩০টি নতুন বই পৌঁছানো হয়েছে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম নগর ও জেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য ৪৮ লাখ নতুন বই দেওয়া হয়েছে।
জয়নিউজ/আরসি