খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

- Advertisement -google news follower

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিকেলে অংশ নেয় খালেদা জিয়া। সেখানে মঞ্চে বসা এই রাজনীতিবিদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতারা দেখা করতে আসেন। এসময় তাদের খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে পরিচয় করিয়ে দিতে দেখা যায়।

এসময় খালেদা জিয়ার পাশে বসা ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। এছাড়া তখন মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল।

- Advertisement -islamibank

খালেদা জিয়া সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও নিজের ফেসবুক পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি লিখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা ১৯৯০ সালের জান্তা-বিরোধী আন্দোলনের নেতার সঙ্গে।

এদিকে সারজিস আলম ওই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে নিজের ছবি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM