বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান (৮১) মারা গেছেন। মঙ্গলবার (১ জানুয়ারি) কানাডার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে সরফরাজ খান।
কাদের খানের মৃত্যুতে বি-টাউনে নেমে আসে শোকের ছায়া।
সম্প্রতি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কাদের খান অনেকদিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন। এ কারণে তিনি বাক্শক্তি হারিয়ে ফেলেন।
কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। বলিউডে ৩০০ ছবিতে অভিনয় ছাড়াও ২৫০টি ছবির সংলাপ লিখেছেন তিনি। রাজেশ খান্না অভিনীত দাগ (১৯৭৩) দিয়ে বলিউডে অভিনয়জীবন শুরু করেন তিনি।
জয়নিউজ/পলাশ/আরসি