রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় হয়েছে: রেল উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান

- Advertisement -

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

- Advertisement -google news follower

এ সময় উপদেষ্টা বলেন, ‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।’

উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করলে কোনো যানবাহন চলাচল করে না। এখন থেকে যেখানে প্রয়োজন সেখানে অর্থ ও বরাদ্দ ব্যয় করা হবে।’

- Advertisement -islamibank

ফাওজুল কবির বলেন, ‘যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে।’

এরপরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM