সংঘাত এড়াতে সংযত হতে বলল জাতিসংঘ

বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে সবপক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

- Advertisement -

সোমবার (৩১ ডিসেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

এতে বলা হয়, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতা সম্পর্কে জাতিসংঘ সচেতন রয়েছে। নির্বাচন পরবর্তী পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে হবে।

নির্বাচনি প্রচারণা, নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

- Advertisement -islamibank

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নির্বাচন-সংক্রান্ত অভিযোগকে শান্তিপূর্ণ ও আইনগত উপায়ে তুলে ধরার জন্য আমরা সব দলকে উৎসাহিত করি। মানুষ ও তাদের সহায়-সম্পত্তির ওপর সহিংসতা গ্রহণযোগ্য নয়।

নির্বাচনে সব দলের অংশগ্রহণেরও প্রশংসা করা হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM