মইজ্জ্যারটেকে মধ্যরাতের আগুনে পুড়ে ছাই ৫ দোকান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে আগুনের সুত্রপাত হয়।

- Advertisement -

খবর পেয়ে কর্ণফুলী মডার্ণ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে। পরে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

- Advertisement -google news follower

তবে তার আগেই পেয়ার আহমদ ও নুরুল আকতারের মালিকানাধীন দুটি কুলিং কর্ণার, মো. বাদশার ফলের দোকান ও মো. বেলালের মোবাইলের দোকান এবং ছোটন দে’র মালিকানাধীন একটি সিএনজি ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থরা দাবি করছে আগুনে পুড়ে অন্তত ২০ থেকে ২২ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

- Advertisement -islamibank

শনিবার সকালে কর্ণফুলী মডার্ণ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত নেই। তবে আর্থিক ক্ষতি কী পরিমাণ হয়েছে তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM