রাঙ্গুনিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দেওয়ানজীঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন নিতাই দাস (৫০) নামে এক জেলে।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি নিখোঁজ হন। সেদিন অনেক তল্লাশি চালিয়েও তার কোন খোঁজ মেলেনি।

- Advertisement -google news follower

একদিন পর শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নদীর চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাসেম খালের মুখ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার সকালে এর সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্যা লিপিকা মজুমদার জানান, মৃত নিতাই দাস চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা।

- Advertisement -islamibank

সে গত বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরের দিন একই ইউনিয়নের হাসেমখাল মুখ এলাকায় তার নিথর দেহ ভেসে ওঠলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সৎকারের জন্য বাড়ি নিয়ে যায় স্বজনরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM