মারা গেলেন নায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল

বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন।

- Advertisement -islamibank

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

অপর আহত মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়।

শুক্রবার রাতে ইসমাইলের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানা গেছে, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে ইসমাইল হোসেনের বিয়ে হয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM