এক পাঙাশ ৭৬০০ টাকায় বিক্রি

দেশজুড়ে ডেস্ক :

পটুয়াখালীর পায়রা বন্দর-সংলগ্ন রাবনাবাদ নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১০ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ।

- Advertisement -

জেলে ইলিয়াস গাজীর জালেই ধরা পড়ে বৃহৎ এ পাঙাশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে কুয়াকাটার পৌর বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

- Advertisement -google news follower

পাঙাশটি রাসেল ফিস আড়তে নিলামে ৭৩০ টাকা কেজি দরে ৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী। বর্তমানে তিনি মাছটির দাম হাঁকছেন ৮৫০ টাকা কেজি।

জেলে ইলিয়াস গাজী বলেন, গতকাল বিকেলে রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরই এই পাঙাশটি আমার জালে ধরা পড়ে। এ সময় আর ছোট দুই কেজি ওজনের দুটি পাঙাশ অন্যান্য মাছও আমার জালে ধরা পড়ে।

- Advertisement -islamibank

এত বড় পাঙাশ এর আগে আর আমার জালে ধরা পড়েনি। আজ সকালে কুয়াকাটার পৌর মাছ বাজারে রাসেল ফিসে নিয়ে আসলে হাসান ভাই আমার কাছ থেকে কিনে নিয়েছে।

তিনি আরও বলেন, ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেকটা আনন্দিত।

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, এত বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই মাছটি আমি ৭৩০ টাকা কেজি দরে ক্রয় করেছি। এখন ৮৫০ টাকা কেজি দরে হলে বিক্রি করব।

কারণ, এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতো না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দেব। আমাদের ঢাকায় মাছের আড়ত আছে। আমরা অনলাইনে মাছ বিক্রি করে থাকি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল।

এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। আশা করছি জেলেদের জালে পাঙাশসহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM