চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন লামাবাজারস্থ পোড়া মসজিদ এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, বালুর ঘাট দখল সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে একদল লোক পেট্রোল ঢেলে এ আগুন লাগিয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, রাত প্রায় ১২ টার দিকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় একটা অগ্নিকাণ্ডের খবর আসে।
তাৎক্ষনিক আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠােনো হয়। তবে তার আগেই স্থানীয়রা পরস্পরের সহযোগীতাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে তিনটি দোকান ভস্মিভূত হয়ে ৭ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনাটি শত্রুতামূলক হয়েছে কিনা তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হবে জানালেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন।
জেএন/পিআর