বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীদের মৃত্যু

পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দেশজুড়ে ডেস্ক :

গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আকমল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি আরও জানান, শিক্ষার্থী হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কমলেশ চন্দ্র বর্মন (ডিজিএম, সদর-কারিগরি), খোন্দকার মাহমুদুল হাসান (ডিজিএম), মোঃ তানভীর সালাউদ্দিন (এজিএম), জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার সকালে আইইউটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬০ জন শিক্ষার্থী ছয়টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাসের বহর নিয়ে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়।

- Advertisement -islamibank

বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি দোতলা বাস বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয় হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হন আরও কয়েক শিক্ষার্থী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM