টেকনাফে সাগরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারে টেকনাফে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায় মাদ্রাসা পড়ুয়া ৩ শিশু শিক্ষার্থী।

- Advertisement -

পরে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বাকী ২ শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে।

- Advertisement -google news follower

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত খোনকার পাড়া এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিক্ষার্থী ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল (১০)। নিখোঁজ রয়েছেন কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

- Advertisement -islamibank

শিক্ষার্থীরা টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড অন্তর্গত খোনকার পাড়া এলাকায় অবস্থিত আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার ছাত্র।

স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউপির অন্তর্গত খোনকার পাড়া এলাকা সংলগ্ন বীচ পয়েন্ট সাগরে ডুবে যাওয়া ৩ শিশু শিক্ষার্থীসহ ১০/১৫ জনের একটি গ্রুপ সাগর উপকূলে খেলাধুলা শেষ করে। পরে সাগরে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

এরপর তাদের সাথে থাকা অন্য শিশু শিক্ষার্থীরা শোর চিৎকার দিলে বীচ উপকূলে থাকা স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সাগরে ডুবে যাওয়া ৩ শিশু শিক্ষার্থীর মধ্যে ২ শিশু এখনো নিখোঁজ রয়েছে।

পাশাপাশি মৃত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ ২ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করার জন্য বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ও ফায়ার সার্ভিসে কর্মরত সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান‌ পুলিশের এই কর্মকর্তা।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, ঘটনাটি শুনার পর দ্রুত সময়ের মধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সাথে তারাও উদ্ধার তৎপরতায় যোগে দেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM