দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে টাকা লুটের চেষ্টা,আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসির ফলমন্ডির বিছমিল্লাহ ফল বিতানের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

তবে স্থানীয় এক ব্যক্তির সাহসিকতায় ব্যর্থ হয় দুর্বৃত্তদের মিশন। ঘটনাস্থল থেকে চক্রের ৩-৪ জন পালিয়ে গেলেও একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাহসি ওই ব্যক্তি।

- Advertisement -google news follower

তাছাড়া ছুরিকাঘাতে আহত কর্মচারী রেজাউল করিম সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) ফলমন্ডি এলাকার ভঙ্গিশাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

বিছমিল্লাহ ফল বিতানের মালিক আলাউদ্দীন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকে জমা দেওয়ার উদ্দ্যেশে ৩০ লাখ টাকা নিয়ে দোকান থেকে বের হয়েছিলেন আমার দুই কর্মচারী।

তারা ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে তিন চার জন লোক তাদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মেরে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

না দেয়ায় সাকিব নামে এক কর্মচারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি সাহসিকতার সাথে এগিয়ে এলে কয়েকজন পালিয়ে যায়। ধাওয়া করে একজনকে আটক করে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে।

গুরুতর আহত সাকিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন বিছমিল্লাহ ফল বিতানের মালিক আলাউদ্দীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM