হেলমেট না পরলে ও উচ্চমাত্রায় হর্ন বাজালে ব্যবস্থা

দেশজুড়ে ডেস্ক :

ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযানে অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহারে সতর্কতার জারি করে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

- Advertisement -

এছাড়া মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলক হেলমেট ব্যবহার ও দুজনের অধিক যাত্রী বহন করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, উচ্চমাত্রার হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রী সাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

- Advertisement -islamibank

এছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকগণ হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পতিত হন।

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ)-এর বিধান অনুসরণ করে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM