চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ-মানববন্ধন

দেশজুড়ে ডেস্ক :

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার অনুসারীরা।

- Advertisement -

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, নাটোর, রাঙামাটি, যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -google news follower

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি।

পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

- Advertisement -islamibank

পরে সম্মিলিত সনাতন জাগরণ জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহবান জানানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM