শাহ আমানত বিমানবন্দর

তিন কোটি টাকার রিয়ালসহ বিমানযাত্রী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। দুলাল জমাদ্দার নামে ওই ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন বলে জানা গেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

- Advertisement -google news follower

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দার থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে অফলোড করেন। পরবর্তীতে তল্লাশি করে তার কাছ থেকে বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM