রাউজানে অপহরনের অভিযোগে পুলিশের অভিযান,অপহৃত ৩ বন্ধু উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে তিন বন্ধুকে অপহরন করে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানটি চালানো হয়।

- Advertisement -google news follower

অভিযানে অপহরণকারী চক্রের কাউকে গ্রেপ্তার করা না হলেও অপহৃত তিন বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের মো. মানিকের ছেলে কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মী মো. সাজ্জাদ (২৭), রাঙ্গুনিয়া উপজেলার মো. দুলালের ছেলে ইমাম হোসেন (২৭) ও একই উপজেলার কামালের ছেলে মো. সোহেল।

- Advertisement -islamibank

জানা গেছে, শনিবার দুপুরে তিনজন চিকিৎসা সেবা নিতে যান রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাদের সঙ্গে কথা হলে তারা জানায়, তিনবন্ধু মিলে নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকায় মেজবানে গিয়েছিল। সেখান থেকে তাদের উঠিয়ে নিয়ে চোখ-মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বিভিন্ন স্বীকারোক্তিমূলক বক্তব্য ভিডিও ধারণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, আমরা তিনজনকে অপহরণ হওয়ার তথ্য পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করি। আজ শনিবার সকালে তিনজনকে অক্ষত অবস্থায় একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

তবে এটি অপহরণের ঘটনা নয়, মোটরসাইকেল বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘটনাটি সংগঠিত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM