মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাবে বন্ধুই শক্তি ক্লাব ২০০০

অনলাইন ডেস্ক

বন্ধুই শক্তি ক্লাব-২০০০ (এসএসসি ২০০০ ব্যাচ) এর উদ্যোগে কর্মক্ষেত্রে সফলতা অর্জনকারি বন্ধুগণ এবং বন্ধুদের সন্তানদের মধ্যে চলতি বছর যারা এইচএসসি পাশ করেছে তাদের সংবর্ধন প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট এর ডিআইজি মুহাম্মদ মুসলিম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী।

- Advertisement -

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পার্কভিউ হসপিটালের কনফারেন্স হল রুমে গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে এবং মঞ্জুর মোরশেদ রনী এবং তরিকুল কালাম তুহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। কোরআন তেলোয়াত করেন আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন এ্যাড. ওসমান গণি খোকন।

- Advertisement -google news follower

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলার সভাপতি ও রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনছুর এবং ও রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক জানে আলম।

এসএসসি ২০০০ ব্যাচ’র সংবর্ধিত বন্ধুরা হলেন- চলতি বছর জাতীয় যুব দিবসে সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে জাতীয় পুরষ্কার পাওয়া বিশ্বাস যুব উন্নয়ন একডেমির কর্ণধার স্বপ্নবাজ শফিউল বশর, চীনের শ্যানডং ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি সম্পন্ন করা বিএসটিআইয়ের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. খোরশেদ আলম, রাঙুনীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিশিষ্টি অর্থপেডিক সার্জন ডা. তৌহিদ রুবেল, রয়েল কলেজ অফ এডিনবার্গ থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা আদালতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. আয়াতুল্লাহ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. সরোয়ার হোসেন লাভলু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. রিয়াদ উদ্দিন, লন্ডন থেকে এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করা শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেটেব কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ডিকেআইবি চট্টগ্রাম জেলা কমিটির নব নির্বাচিত গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপ সহকারি কৃষি কর্মকর্তা কাজী নজরুল ইসলাম এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর।

- Advertisement -islamibank

সংবর্ধিতরা বন্ধুই শক্তি ক্লাব-২০০০ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাবে বন্ধুই শক্তি ক্লাব ২০০০

অনুষ্ঠানে চলতি বছর এ লেভেল ও এইচএসসি পাশ করা ২০০০ ব্যাচ’র বন্ধুদের ১৫ জন সন্তানকে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মুসলিম বলেন, আমি পারিবারিক সূত্রে ২০০০ ব্যাচ’ সদস্য কারণ আমার স্ত্রী শারমিন আবসার চৌধুরী উক্ত ব্যাচ’র একজন সদস্য। স্ত্রীর সুবাদে আমি ২০০০ ব্যাচ’র বন্ধুদের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে অবগত। তিনি উক্ত গ্রুপের নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁর একমাত্র মেয়ে এ লেভেল পরীক্ষায় অলস্টার পাওয়ার সুবাধে সংবর্ধিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান আলোচক এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নস্টালজিক হয়ে গেছি। আমি যদি এই ব্যাচ’র সদস্য হতাম নিজেকে গর্বিত মনে করতাম। আমার তিন জন সহকর্মী এই ব্যাচ’র সদস্য এটা আমার জন্য অনেক আনন্দের। ২০০০ ব্যাচে ডাক্তার, পিএইচডি, আইনজীবী, সরকারি বড় পদের চাকরিজীবী, সফল ব্যবসায়ী, সাংবাদিক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অনেক সফল বন্ধুরা আছেন এটা খুব ভাল লাগার একটা দিক। তিনি তরুণ সমাজকে ক্ষুদা-দারিদ্র এবং দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতি বক্তব্যে মুন্না চৌধুরী গ্রুপের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি গ্রুপের বন্ধুদের সার্বিক সহযোগীতায় মানবিক গ্রুপটিকে অনেক দূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মুন্না দূর দূরান্ত থেকে আগত বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর চলার পথে সকল বন্ধুদের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাহারি রকমের পিঠার সমন্বয়ে পিঠা উৎসব এর আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী, দক্ষিণ চট্টগ্রাম ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় তিন শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM