অবৈধ উপায়ে ভারতে গিয়ে দেশে ফেরার পথে সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র হাতে আটক হয়েছেন ৫ বাংলাদেশি যুবক।
শনিবার (৩০নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো.মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে মো.সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে মো.হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে মো.উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো.সালেক নুর (৩৯)।
বিজিবি জানায়, শনিবার বিকাল ৫টার দিকে ৫ বাংলাদেশি যুবক ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপির কাছে স্থানীয় জনগণের সহায়তায় টহলদল তাদের আটক করে।
এসময় ২ জনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সকলেই সুনামগঞ্জ জেলার অধিবাসী।
কিছুদিন আগে কাজের উদ্দেশে ভারতে গমন করেছিল ও আজ ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে বিজিবি গ্রেফতার করে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান জানান, আটক বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
জেএন/পিআর